আচরণবিধি মেনে পোস্টার–ফেস্টুন সরালেন জামায়াতের দুই প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে নারায়ণগঞ্জ–৪ ও নারায়ণগঞ্জ–৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীরা নিজেরাই তাদের নির্বাচনী ব্যানার–ফেস্টুন অপসারণ করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জ–৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুল জব্বার নিজ উপস্থিতিতে নির্বাচন কমিশন ঘোষিত বিধিনিষেধ অনুযায়ী তার দলীয় পোস্টার, ব্যানার ও ফেস্টুন খুলে ফেলেন।
একই দিনে নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে আমিরে জামায়াতের নির্দেশক্রমে নারায়ণগঞ্জ–৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ নিজ হাতে পোস্টার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মাওলানা সাইফুদ্দিন সিকদারসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর দলের কেন্দ্রীয় নির্দেশে প্রার্থীদের প্রচারণামূলক সব সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ বাস্তবায়ন করতেই নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে স্বয়ং মাঠে নেমে আসেন দুই আসনের প্রার্থীরা।
মাওলানা আবদুল জব্বার দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সু-শৃঙ্খল ও ফেয়ার করতে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবো। প্রতিটি গণতান্ত্রিক দল নিজেদের অবস্থান থেকে সুষ্ঠু নির্বাচনের পক্ষে ভূমিকা রাখবে—এই প্রত্যাশা করি।”
জামায়াত মনোনীত দুই প্রার্থী সরকার ও নির্বাচন কমিশনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরির দাবি জানান।





































