হাদিকে গুলি: এনসিপি-মজলিস-ছাত্রদল-শিবির-ফেডারেশনের মিছিল
রাজধানীর সড়কে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় নারায়ণগঞ্জে প্রতিবাদী মশাল মিছিল করেছে ছাত্র ফেডারেশন। একই ঘটনায় শহরে মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্রদল, ছাত্র শিবির ও খেলাফত মজলিসের নেতা-কর্মীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে তাৎক্ষনিক মিছিল বের করেন ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। পরে তারা মশাল হাতে শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করেন।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্ব ও জেলা কমিটির সাবেক সভাপতি ফারহানা মানিক মুনার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী তরিকুল সুজন (নারায়ণগঞ্জ-৫) ও অঞ্জন দাস (নারায়ণগঞ্জ-৩), ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সহ-সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বীথি, জেলা সভাপতি সাইদুর রহমান প্রমুখ।
তারা ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান।
তরিকুল সুজন বলেন, “তফসিল ঘোষণার পরদিনই এইটা কেবল ওসমান হাদির উপর গুলি নয়, এইটা নির্বাচন-ব্যবস্থা ও অভ্যুত্থানকারী শক্তির উপরেও হামলা। অন্তর্বর্তী সরকার ১৬ মাসেও একটি নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি। লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেননি। নারায়ণগঞ্জে বাসস্ট্যান্ড দখল নিতে গুলি ছোড়ার ঘটনা দেখেছি। কিন্তু প্রশাসন সেসব অস্ত্র উদ্ধারেও ব্যর্থ হয়েছে। আমরা এই প্রশাসনকে ধিক্কার জানাই।”
সন্ধ্যায় তাৎক্ষনিক মিছিল করেন এনসিপির জেলার নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন দলটির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ-৪) ও আহমেদুর রহমান তনু (নারায়ণগঞ্জ-৫), দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, সদস্য জাবেদ আলম প্রমুখ।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বেরিয়ে শহরের নবাব সলিমুল্লাহ খান সড়ক প্রদিক্ষণ করেন তারা।
এনসিপির প্রার্থী ও যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, “ওসমান হাদি খুবই ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে আছেন। আমরা প্রশাসনকে বলতে চাই, জুলাইযোদ্ধাদের যদি আপনারা নিরাপত্তা না দিতে পারেন তাহলে দায়িত্ব পালনের দরকার নাই।”
নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন সড়কের উপর প্রকাশ্যে গুলির ঘটনায় সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এ নেতা।
ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীবের নেতৃত্বে মিছিল বের হয়। তারা শহরের চাষাঢ়ায় মিছিল করেন।
মিছিল করেছেন খেলাফত মজলিস ও ছাত্র শিবিরের নেতা-কর্মীরাও।
সারাদেশে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হওয়া ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান শিবিরের মহানগর সভাপতি মো. ইসমাইল। এই সময় সাধারণ সম্পাদক অমিত হাসানসহ অন্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
খেলাফত মজলিসের মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে দলটির প্রার্থী ইলিয়াস আহমদ, খেলাফত মজলিসের মহানগরের সহসাধারণ সম্পাদক শেখ শাব্বীর আহমাদ, সদর থানার সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা কমিটির সহসাধারণ সম্পাদক আব্দুল গণি, ছাত্র মজলিসের জেলা সভাপতি আনাস আহমদ প্রমুখ।





































