১২ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৬, ১২ ডিসেম্বর ২০২৫

হাদির উপর গুলি বর্ষণকারীকে দ্রুত গ্রেফতার দাবি মাসুম বিল্লাহর

হাদির উপর গুলি বর্ষণকারীকে দ্রুত গ্রেফতার দাবি মাসুম বিল্লাহর

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে দুষ্কৃতকারীদের গুলি হামলার শিকার হন ওসমান হাদি। এ ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।”

শুক্রবার (১২ ডিসেম্বর)) নারায়ণগঞ্জ মহানগরের ১৪নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের নগর সহকারী সেক্রেটারি হাসান আলী, সহ-প্রচার সম্পাদক মোস্তফা তালুকদার, শহর শাখা উত্তর সভাপতি মুহাম্মদ কবির হোসেন, সেক্রেটারি এইচ এম মিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, “আগামী নির্বাচনে সন্ত্রাসী, চাঁদাবাজ ও সমাজবিরোধীদের কোনো স্থান থাকবে না। যে কেউ অপরাধ করলে আইনের চোখে তাকে জবাবদিহি করতেই হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও যোগ করেন, “অপরাধীরা বারবার ছাড় পেয়ে গেলে তারা বেপরোয়া হয়ে যায়। তাই এ ধরনের পরিস্থিতি রোধে প্রশাসনকে সতর্ক ও কঠোর অবস্থান নিতে হবে।”

মুফতি মাসুম বিল্লাহ হামলার ঘটনায় আহত ওসমান হাদির প্রতি সমবেদনা জানান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়