১২ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৯, ১২ ডিসেম্বর ২০২৫

কামাল ভাই একজন উচ্চমানের রাজনীতিবিদ: মাসুদুজ্জামান

কামাল ভাই একজন উচ্চমানের রাজনীতিবিদ: মাসুদুজ্জামান

অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের উদ্যোগে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ–৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নগরীর মিশনপাড়ায় এটিএম কামালের বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় খালেদা জিয়ার আরোগ্য কামনায় নেতা–কর্মীরা বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

দোয়া মাহফিলে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “কামাল ভাইয়ের বহিষ্কার আদেশ তুলে নেওয়া হয়েছে। তিনি অতীতেও সৈনিকের মতো রাজপথে লড়াই করেছেন—এটা আমরা সবাই জানি। তিনি একজন উচ্চমানের রাজনীতিবিদ। তাকে আবার পাশে পেয়ে আমরা খুশি। এ কাজটি আমার মাধ্যমে হয়েছে বলে নিজেকে সৌভাগ্যবান মনে করি। কামাল ভাইয়ের লড়াকু রাজনৈতিক জীবনের তুলনায় আমরা কেউই কিছু না। তার বহিষ্কারের সময় মনেপ্রাণে চাইতাম অন্যায়টা যেন কাটে।”

দোয়া মাহফিল শেষে মাসুদুজ্জামান মাসুদ এটিএম কামালের বৃদ্ধ মায়ের সঙ্গে দেখা করে তাঁর দোয়া গ্রহণ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ–সংগঠনের নেতা–কর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়