সিটি পার্কের লেকে ভাসছিল মরদেহ, পাড়ে বড়শির ছিপ
নারায়ণগঞ্জ নগরীর দেওভোগে সিটি পার্কের (পুরাতন রাসেল পার্ক) লেক থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে দেওভোগ পাক্কা রোডের লেকের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন।
পুলিশ জানায়, নিহতের নাম রিপন সরদার। তিনি বরিশালের উজিরপুরের প্রয়াত জলিল সরদারের ছেলে। নারায়ণগঞ্জ নগরীর তাঁতীপাড়া এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়াবাসায় থাকতেন রিপন।
পরিবারের সদস্যদের বরাতে পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন জানান, রিপন সরদার বড়শি দিয়ে মাছ ধরে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত মঙ্গলবার রাত নয়টার দিকে বড়শি নিয়ে বাসা থেকে বের হন তিনি। পরে তিনি আর বাড়িতে ফেরেননি।
“পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবরও করেছিলেন। কিন্তু মরদেহটি যেখানে ছিল সেটিতে গাছ ও ঝোপঝাড়ে বেষ্টিত থাকায় তার মরদেহটি সচরাচর চোখে পড়েনি।”
দেওভোগের স্থানীয় বাসিন্দা মো. রায়হান বলেন, “দূর থেকে আম গাছের নিচে একটি হাত ভাসতে দেখে সন্দেহ হয়। পরে লেকপাড়ে নেমে দেখি একজন মানুষের লাশ ভাসছে। তখন আশেপাশের মানুষ জড়ো হলে তারা পুলিশকে খবর দেন।”
স্থানীয়দের বরাতে পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন বলেন, ওই ব্যক্তিকে প্রায় সময় লেকপাড়ে বড়শি দিয়ে মাছ ধরতে দেখেছেন স্থানীয়রা।
“ধারণা করছি, ওই ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত। মাছ ধরার সময় হয়তো তার খিচুনি ওঠে এবং তিনি পানিতে পড়ে যান। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে, বিষয়টি তদন্তাধীন আছে।”
মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।





































