সাবেক মেয়র আইভীর মুক্তির দাবি জানালেন অ্যাড. মাসুম
সাবেক প্রেস ক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেছেন, "ফ্যাসিস্টরা রাইফেল ক্লাবের অস্ত্র নিয়ে কিভাবে বিদেশে পালিয়ে গেল। এতো খুন ও অপকর্ম করে তারা পালায় আর যে, ঘরে বসে থেকে গণমাধ্যমকে বলে আমি বাসায় আছি পালাইনি, সেই মানুষটাকে এইভাবে হয়রানি করা চলবে না। আমি তার মুক্তি দাবি করছি। আমি মেয়র আইভীর মুক্তি দাবি করছি।"
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে ত্বকী হত্যার ১৫৩ মাস উপলক্ষে হত্যার বিচারের দাবিতে আলোক প্রজ্বালন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।
অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, "এই নারায়ণগঞ্জে ত্বকী হত্যার পর আর কোন হত্যা কাণ্ড ঘটেনি। তার কারণ আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি৷ তৎকালীন সময় আমাদের সাথে একজন ছিল সে সরকারি দল করেও ওসমান পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল। যারা নারায়ণগঞ্জকে দখল, জিম্মি ও খুনের নগরী করে রেখেছিল। তারা সাত খুনসহ বিভিন্ন খুন-গুমের সাথে যুক্ত থেকে নারায়ণগঞ্জের ভাবমূর্তিকে নষ্ট করেছিল। সেদিন একজন নারী সাহসের সাথে রুখে দাঁড়িয়েছিল আজ সেই নারী জেল খানায়।"
তিনি আরও বলেন, "পাঁচটি মামলা থেকে তাকে হাই কোর্ট জামিন দেওয়ার পর আরও পাঁচটি মিথ্যা মামলা তাঁর বিরুদ্ধে দেওয়া হয়েছে। আমি মেয়র আইভীর জামিন চাই। আমি জোর গলায় বলতে চাই, যে মানুষটি তৎকালীন সময় সরকারি দল করেও প্রশাসনের বিরুদ্ধে, ওসমান পরিবার ও তাঁর সরকারের বিরুদ্ধে গিয়েছিল। তার মূল্যায়ন কি এই নারায়ণগঞ্জে হবে না? নারায়ণগঞ্জের মানুষ কি রাস্তায় নেমে তার মুক্তি চাইতে পারে না।"
প্রশাসনের কাছে জানতে চেয়ে তিনি বলেন, "এই সমস্ত মিথ্যা মামলা কারা দিচ্ছে প্রশাসন, পুলিশ কে দিচ্ছে? আমি জানতে চাই কোনো স্বার্থশীল মানুষ দিচ্ছে কি না? এবং কোন রাজনৈতিক দল দাবার গুটির চাল চালছে কি না।"
সতর্ক করে তিনি বলেন, "আমি সকলকে সতর্ক করতে চাই এজন্য যে, একটা মানুষ আমাদের সকলকে নিয়ে ত্বকী হত্যা-কাণ্ডের পরে ওই মানুষটি সরকারের পদে থেকে সেই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলেছে। এবং গণঅভ্যুত্থানের পরে যে নিজের বাড়ি ছাড়েনি, পালিয়েও যেতে হয়নি তার কারণ তিনি কোন অন্যায় করেনি। আর যারা সন্ত্রাসী তারা পালিয়ে গেছে। আজকে সেই মানুষটির ওপর নিপীড়ন হচ্ছে কেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই? এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলতে চাই আর কোন ভুয়া, মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করবেন না।"
কর্মসূচিতে ত্বকীসহ নারায়ণগঞ্জে সকল হত্যার দ্রুত বিচারের দাবি জানান তিনি।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্বকীর পিতা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, সিপিবির জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাসদ জেলা আহবায়ক নিখিল দাস, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, এনসিপির জেলা সমন্বয়ক আহমেদুর রহমান তনু, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান ও সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।





































