নগরীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় চাষাঢ়ায় মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীবের নেতৃত্বে মিছিলটি বের হয়। এসময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আসিকুজ্জামান অনু, বর্তমান সভাপতি মনির হোসেন জিয়া, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক হোসেন, তোলারাম কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. ইমাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।





































