নারায়ণগঞ্জে কোন আসনে কত ভোটার
রাজধানীর পাশে শিল্প অধ্যুষিত নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে বেড়েছে ভোটার ও ভোটকেন্দ্রের সংখ্যা। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে মোট ভোটার ছিল ২২ লাখ ৫৫ হাজার ৬০ জন।
যা এবার বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৬৬ হাজার ২৩২ জনে। তাদের মধ্যে পুরুষ ১১ লাখ ৯৮ হাজার ৯২৯ জন ও নারী ১১ লাখ ৬৭ হাজার ২৮৩ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ২০ জন।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খসড়া তালিকায় বেড়েছে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যাও। এবার পাঁচটি আসনে ৭৯৭টি ভোটকেন্দ্র এবং ৪ হাজার ৯৭৯টি ভোটকক্ষ থাকবে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বরে সারাদেশে সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ করা হয়। সে অনুযায়ী নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫ আসনেরও সীমানা পরিবর্তন হয়।
নারায়ণগঞ্জ-৫
নতুন সীমানা অনুযায়ী নারায়ণগঞ্জ-৫ আসনটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ড এবং বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন- বন্দর, কলাগাছিয়া, মুছাপুর, ধামগড় এবং মদনপুর নিয়ে গঠিত। আগে এ আসনটিতে সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়নটি থাকলেও নতুন সীমানায় তা বাদ পড়েছে।
খসড়া ভোটার তালিকা অনুযায়ী এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮০ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪০ হাজার ৮২০ জন এবং নারী ২ লাখ ৩৯ হাজার ৪৫৫। আসনটিতে হিজড়া ভোটার রয়েছেন ৭ জন।
ভোটাররা ১৬৩টি কেন্দ্রের ৯৩৪টি কক্ষে তাদের ভোট প্রদান করবেন।
নারায়ণগঞ্জ-৪
নতুন সীমানায় সদর উপজেলার সাতটি ইউনিয়ন- ফতুল্লা, কুতুবপুর, বক্তাবলী, কাশীপুর, এনায়েতনগর, গোগনগর ও আলীরটেক নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসন।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৩২৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭০ হাজার ১৭ জন ও নারী ২ লাখ ৬৫ হাজার ৩০৪ জন। এছাড়া ৪ জন হিজড়া ভোটারও রয়েছেন।
ভোটাররা ১৭৭টি কেন্দ্রের ১০১৪টি কক্ষে তাদের ভোট প্রদান করবেন।
নারায়ণগঞ্জ-৩
নতুন সীমানায় সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে এ আসনে। আগে কেবল সোনারগাঁ উপজেলা নিয়ে আসনটি গঠিত হলেও এবার তার সঙ্গে যুক্ত হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ১০টি ওয়ার্ড।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৯৬১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৯৮ হাজার ৩০৮ জন ও নারী ২ লাখ ৮৮ হাজার ৬৫১ জন। এছাড়া ২ জন হিজড়া ভোটারও রয়েছেন।
ভোটাররা ২০১টি কেন্দ্রের ১১২৮টি কক্ষে তাদের ভোট প্রদান করবেন।
নারায়ণগঞ্জ-২
আড়াইহাজার উপজেলা নিয়ে গঠিত এ আসনটিতে এবার মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ২৪৯ জন। তাদের মধ্যে ১ লাখ ৮৪ হাজার ৬৮৩ জন পুরুষ এবং ১ লাখ ৭৪ হাজার ৫৬১ জন নারী। আসনটিতে হিজড়া ভোটার ৫ জন।
এ আসনটিতে ১১৮টি কেন্দ্রে ৭০৭টি কক্ষ থাকবে।
নারায়ণগঞ্জ-১
রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ৪১৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ১০১ জন, নারী ১ লাখ ৯৯ হাজার ৩১২ জন এবং হিজড়া ২ জন।
এ আসনটিতে ১২৯টি কেন্দ্রে ৭৬৩টি কক্ষ থাকবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দল। তাদের প্রার্থীরা এলাকায় এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। যদিও এখনো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি।





































