১৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৩, ২১ মে ২০২৫

ঈদের আগেই ইউনিটি কম্পোজিটের শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি

ঈদের আগেই ইউনিটি কম্পোজিটের শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবআইল এলাকায় অবস্থিত আমানা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিটি কম্পোজিট মিলস লিমিটেড হঠাৎ করে বন্ধ ঘোষণা করার পর শ্রমিকদের বকেয়া মজুরি, ঈদ বোনাস এবং আইনানুগ সকল পাওনার দাবিতে মানববন্ধন করেছেন কারখানার শ্রমিকরা।

বুধবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিটি কম্পোজিটের শ্রমিক জানে আলম। 

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক নূর ইসলাম আক্তার এবং ইউনিটি কম্পোজিটের শ্রমিক মো. শাহীন।

বক্তারা অভিযোগ করেন, কারখানাটি মার্চ মাসে হঠাৎ বন্ধ করে দেওয়া হলেও শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করা হয়নি। ফলে শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। ঘরভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার জন্য প্রয়োজনীয় অর্থ না থাকায় তারা চরম সংকটে পড়েছেন। বাড়িওয়ালাদের তুচ্ছ-তাচ্ছিল্য ও দোকানদারদের লাঞ্ছনার শিকার হচ্ছেন বলেও অভিযোগ করা হয়।

নেতৃবৃন্দ বলেন, মালিকপক্ষ আইন-কানুনের তোয়াক্কা না করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে কারখানা চালান এবং বন্ধ করেন। তারা দাবি করেন, বিকেএমইএ এবং সরকারের পক্ষ থেকে দ্রুত হস্তক্ষেপ করে শ্রমিকদের ঈদের আগেই বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন নেতারা।

তারা আরও জানান, কলকারখানা অধিদপ্তরে অভিযোগ দিয়েও কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি, মালিকপক্ষ সরকারি দপ্তরকেও পাত্তা দিচ্ছে না। তাই শ্রমিকদের দুর্দশা নিরসনে দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সর্বশেষ

জনপ্রিয়