আইনজীবী জয়ন্ত কুমার ঘোষের মৃত্যুতে শোক সভা

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট জয়ন্ত কুমার ঘোষের মৃত্যুতে এক শোক সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রয়াত আইনজীবীর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, অ্যাডভোকেট রফিক আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজ আল মামুন, সহ-সভাপতি অ্যাডভোকেট মাঈনউদ্দিন মিয়া, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলম খান, ট্রেজারার অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা, বিনোদন সম্পাদক অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহম্মেদ রিফাত, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান,
সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট ফয়জুর রহমান ফাহিমসহ অন্যান্য সদস্যরা।
শোকসভায় বক্তারা বলেন, “জয়ন্ত কুমার ঘোষ একজন নিরহংকার ও পরিশ্রমী আইনজীবী ছিলেন। আইন পেশায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”