শহরের যানজট ও ড্রেনেজ সমস্যা সমাধানে নাসিককে চেম্বারের চিঠি

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন ও ড্রেনেজ সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বুধবার (২১ মে) দুপুরে চেম্বারের সহ-সভাপতি মো. আবু জাফর এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামানের সঙ্গে বৈঠক করে এবং চিঠি হস্তান্তর করে। এতে আসন্ন ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে নগরীতে চলমান ড্রেন নির্মাণ কাজের কারণে রাস্তার নতুন করে খোঁড়াখুঁড়ি বন্ধ রাখা এবং যেখানে খনন রয়েছে তা দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানানো হয়।
চিঠিতে আরও বলা হয়, ড্রেন নির্মাণ কাজ বিলম্বিত হওয়ায় ঈদের সময় জনসাধারণ, ব্যবসায়ী ও কোরবানির পশুবাহী যানবাহনের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হতে পারে। সেই কারণে চেম্বার দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানায়।
চেম্বারের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন পরিচালক সোহেল আক্তার, মো. গোলাম সারোয়ার (সাঈদ), আহমেদুর রহমান তনু, বিকাশ চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এম এ শাহেদ শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম রাজু, কার্যকরী সদস্য মো. জামিল আহমেদ ও মো. আবদুল্লাহ আল লিটন।
এর আগে গত ১৩ মে চেম্বারের আয়োজিত মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তাবৃন্দ, প্রাইভেট হাসপাতাল মালিক সমিতি, জামদানি ব্যবসায়ী, রেস্তোরাঁ মালিক ও দোকান মালিকদের পক্ষ থেকে শহরের জলাবদ্ধতা এবং যানজট সমস্যা তুলে ধরা হয়। তারা বলেন, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও রাস্তার বেহাল দশার কারণে জনজীবন চরমভাবে দুর্ভোগে পড়ে। এজন্য তারা দ্রুত ড্রেনেজ কাজ সম্পন্ন এবং ঈদকে ঘিরে নতুন করে রাস্তা খোঁড়াখুঁড়ি না করার দাবি জানান।