২২ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৫, ২০ মে ২০২৫

বারী ভূঁইয়াকে লাঞ্ছিত করার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

বারী ভূঁইয়াকে লাঞ্ছিত করার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এড. আব্দুল বারী ভূঁইয়াকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার আইনজীবীরা। মঙ্গলবার (২০ মে) দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় জেলা বার ভবনের সংলগ্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হুমায়ুন কবির। তিনি বলেন, “নারায়ণগঞ্জ বারের কোনো আইনজীবীর ওপর কেউ হাত তুলতে পারবে না। বারী ভূঁইয়া যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, আমি প্রশাসনকে অনুরোধ করবো তাদের বিরুদ্ধে মামলা গ্রহণের জন্য। যদি মামলা না নেয়া হয়, তাহলে আমরা ধরে নেব, পুলিশ এই সন্ত্রাসীদের সঙ্গে যুক্ত।”

তিনি আরও বলেন, “যতদিন আমরা এই বার সমিতিতে আছি, ততদিন কোনো সন্ত্রাসী বা মাস্তান এখানে টিকতে পারবে না। আমরা আইনজীবী হিসেবে আইনের শাসনে বিশ্বাস করি। প্রশাসনের প্রতি অনুরোধ, আপনারা দায়িত্ব পালন করুন—নইলে আমরা আইন হাতে নিতে বাধ্য হবো না ঠিকই, তবে রাজপথে নামলে সন্ত্রাসীরা পালানোর পথ পাবে না।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী এডভোকেট গিয়াসউদ্দিন মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন: সাবেক সিনিয়র সহ-সভাপতি এড. রেজা, এডিশনাল পিপি এড. আজিজুল হক হান্টু, সিনিয়র সহ-সভাপতি এড. আজিজ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আলম খান, নারী ও শিশু পিপি এড. খোরশেদ আলম মোল্লা, সিনিয়র আইনজীবী এড. আবদুস সামাদ মোল্লা, এডিশনাল পিপি ওমর ফারুক নয়ন, এড. হামিদা আক্তার, এড. আক্তার হোসেন, এড. আশরাফুলসহ জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়