১৩ ডিসেম্বর ২০২৫

প্রকাশিত: ২১:২৯, ৩০ মার্চ ২০২১

আপডেট: ২১:৩১, ৩০ মার্চ ২০২১

অনির্দিষ্টকালের জন্য বন্ধ শহীদ মিনার ও রাসেল পার্ক

অনির্দিষ্টকালের জন্য বন্ধ শহীদ মিনার ও রাসেল পার্ক

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার ও দেওভোগের রাসেল পার্কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে রাসেল পার্ক ও চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনার বন্ধ করে দেওয়া হয়।

রাসেল পার্কে জনসাধারণের প্রবেশের নিষেধাজ্ঞা প্রসঙ্গে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বিশ্বব্যাপী করোনা সংক্রমণের মাত্রা দিন দিন বৃদ্ধি পাওয়াসহ বাংলাদশেও ভাইরাসটির সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে সবার স্বাস্থ্য সচতেনতা নিশ্চিতকরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ যেকোন ধরনের জনসমাগম এড়াতে শেখ রাসেল পার্কে সব ধরনের জনসাধারনের প্রবেশ নিষেধ করা হয়েছে। তবে পার্কে কার্যরত ব্যাক্তিবর্গ ব্যাতিত অন্য যেকোন লোকের জন্য প্রবেশাধিকার সংরক্ষিত।

চাষাড়া শহীদ মিনার বন্ধ হওয়ার বিষয়ে সিটি করপোরেশনের কনজারভেটিভ সুপারভাইজার মোশারফ হোসেন হারুণ বলেন, করোনা সংক্রমণ প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় সিটি করপোরেশন ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র নির্দেশক্রমেই শহীদ মিনার আপাতত বন্ধ করা হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়