এ না হলে বসন্ত কিসের?
এ না হলে বসন্ত কিসের? দোলা চাই অভ্যন্তরে,
মনের ভিতর জুড়ে আরো এক মনের মর্মর,
পাতা ঝরা, স্বচক্ষে স্বকর্ণে দেখা চাঁদ, জ্যোৎস্নাময়
রাতের উল্লাসে কালো বিষ। এ না হলে বসন্ত কিসের ?
– কবি নির্মলেন্দু গুণ
ঋতুরাজের আগমন জানান দিচ্ছে প্রকৃতি। শীতের হীম কাপন বিদায় নিয়েছে। রং বেরংয়ের ফুলে নতুন সাজে সেজেছে প্রকৃতি। কবিগুরু রবীন্দ্রনাথ যেমনটা বলেছেন, ‘আহা, আজি এ বসন্তে; কত ফুল ফোটে, কত বাঁশি বাজে, কত পাখি গায়।’







প্রেস নারায়ণগঞ্জ.কম





































