১৪ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৩১, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৩২, ১৪ আগস্ট ২০২৫

রূপগঞ্জে মাদকবিরোধী কার্যক্রমে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

রূপগঞ্জে মাদকবিরোধী কার্যক্রমে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুব সমাজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও থানায় উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে তারাব পৌরসভার মৈকুলি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করে বলেন, ‘খিদিরপুর, বড়বিডা, সোনারগাঁও ও রূপগঞ্জের সীমানা এলাকায় প্রতিদিন মাদকের রমরমা ব্যবসা চলছে। এর প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীরা মিথ্যা অপপ্রচার চালিয়ে থানায় অভিযোগ করেছেন।’

তারা বলেন, ‘এই অপচেষ্টা সফল হবে না; যত বাধাই আসুক, আমরা মাদকের বিরুদ্ধে কথা বলে যাব। মাদক ব্যবসা চিরতরে বন্ধে ঐক্যবদ্ধ থাকবেন।’

প্রতিবাদ সভা ও বিক্ষোভে খিদিরপুর, বড়বিরা, নয়াপাড়া, মৈকুলি ও আশপাশের গ্রামের শতাধিক মানুষ অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়