১৪ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:২৩, ১৪ আগস্ট ২০২৫

ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় আলম গ্রেফতার

ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় আলম গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি আলমকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) রাত ২টার দিকে শিবুমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি (অপারেশন) আনোয়ার হোসেন জানান, আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণসহ হত্যার ঘটনায় দায়েরকৃত ৩৩ নম্বর মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আলম ও তার ভাই মিঠু এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে আলমকে আটক করে।

গ্রেফতারের পর আলমকে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় আদালতে প্রেরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়