বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসত বাড়িতে অগ্নিকাণ্ড

বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত পৌনে ৮টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের খানাবাড়ী মোড়স্থ ইয়ামিন খন্দকারের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা খবর দিলে বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় বন্দর থানা পুলিশও দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।