২৮ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০১, ২৭ ডিসেম্বর ২০২৫

গডফাদারের ইন্ধনে নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী: টিপু

গডফাদারের ইন্ধনে নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী: টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, “গডফাদারের চিহ্নিত দালাল আজকে নির্বাচনে অংশগ্রহণ করার সাহস পায় কীভাবে? শুধু এই মিডিয়ার জন্য পায়। মিডিয়া যেভাবে কাভার দেন মনে হয় যে, তিনি প্রেস ক্লাবে অনুদান দিয়েছে। আজকে গডফাদারের পৃষ্ঠপোষকতায় তাদেরকে স্বতন্ত্র প্রার্থী বানাই দিছেন। একজন ওই গডফাদারদের ইন্ধনে নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। এবং অন্য জন পাঁচ আসনে হয়েছে।”

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমীতে একটি বেসরকারি টেলিভিশনের  প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, “কয়দিন ওই গডফাদার মোহাম্মদ আলীর বিরুদ্ধে লেখেছেন? নারায়ণগঞ্জের সবচেয়ে বড় চাঁদাবাজের বিরুদ্ধে লিখেছেন? লেখেন নাই। আপনারা চোখ, কান ও মুখ বন্ধ করে রেখেছেন। আবার আপনারা তাদের বড়-বড় পোস্টার করে বিএনপির সব নেতাকর্মীরা তার পক্ষে আছে বলে তাকে নমিনেশন দিয়ে দেন।” 

টিপু বলেন, “গত ১৬ বছর যে গডফাদারের সহযোগী একদিনের জন্যেও বিএনপি নেতাকর্মীদের এক গ্লাস পানি দিয়ে সহযোগিতা করেনি, সেই গডফাদারকে আপনারা যেভাবে পত্র-পত্রিকায় পৃষ্ঠপোষকতা করছেন, তা ভালো না। আরেকজন পাঁচ আসনে গডফাদারদের দোসর মাকসুদকেও আপনারা পৃষ্ঠপোষকতা করছেন, এ জন্য লজ্জা হয়।”

তিনি আরও বলেন, “আপনাদের সৎ, স্বচ্ছ এবং নিরপেক্ষ সাংবাদিকতা করতে হবে। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে। আমরা বিগত সময় গণমাধ্যমের সাথে ছিলাম এখনো আছি।কিন্তু ভবিষ্যতে যদি আপনারা এই পর্যায়ে থাকতে চান, তাহলে আর কেউ না হলেও আমি প্রতিবাদ করবো।”

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও অভিযোগ করেন, “আপনারা গডফাদারের দোসরদেরকে পৃষ্ঠপোষকতা করছেন। এখনও সেলিম ওসমানের সাথে অনেক সাংবাদিকের ফোনে কথা হয়, অনেক রাজনীতিবিদদের সাথেও কথা হয়। এবং প্রতিদিন নারায়ণগঞ্জের ঘটনাগুলো তার কাছে তুলে ধরছেন। সুতরাং বলতে চাই সাংবাদিকরা যদি এসব কাজ থেকে বিরত না থাকেন, ফ্যাসিস্টদের থেকে দূরে না থাকেন, তাহলে ওই ফ্যাসিস্টরা যদি কোনো একদিন নারায়ণগঞ্জে আসতে পারে, তাহলে আমাদের অবস্থায় যাই হোক না কেন, আপনাদের অবস্থা কিন্তু ঠিকই খারাপ হবে।”

সর্বশেষ

জনপ্রিয়