২৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৭, ২৭ ডিসেম্বর ২০২৫

জন্মদিনে মাকে হেলিকপ্টারে চড়ালেন ছেলে

জন্মদিনে মাকে হেলিকপ্টারে চড়ালেন ছেলে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সিআইপি শিল্পপতি মোহাম্মদ হাসান মিয়া খোকন তার মায়ের জন্মদিনকে স্মরণীয় করে তুলেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কলাগাছিয়া ইউনিয়নের চর ঘারমোড়াস্থ স্প্ল্যাস প্যারাডাইজ গার্ডেন থেকে তিনি মাকে নিয়ে হেলিকপ্টারে চড়ে ছোট একটি ভ্রমণ আয়োজন করেন।

জানা গেছে, হাসান মিয়া খোকন ২০২৩ সালে দেশের বাইরে সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী হিসেবে সিআইপি পদক লাভ করেন। জন্মদিন উপলক্ষে হেলিকপ্টার ভাড়া করে মাকে উপহার দিয়েছেন তিনি। মা হামিদা খাতুন সন্তানের এই আয়োজন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এই ব্যতিক্রমী আয়োজন দেখার জন্য এলাকার শতশত নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ ভিড় জমান। হেলিকপ্টার ভ্রমণে মা-পুত্র আনন্দে সময় কাটান এবং স্থানীয়রা এই আনন্দঘন মুহূর্তে সশরীরে উপস্থিত থেকে তা উপভোগ করেন।

সর্বশেষ

জনপ্রিয়