২৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৯, ২৬ ডিসেম্বর ২০২৫

৩০০ ফুট সড়ক পরিষ্কার করালেন মাসুদুজ্জামান

৩০০ ফুট সড়ক পরিষ্কার করালেন মাসুদুজ্জামান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার ৩০০ ফিট এলাকায় তিন দিনব্যাপী বিশাল গণসংবর্ধনার আয়োজন শেষে এলাকাটি পরিষ্কার করেছে বিএনপির নেতা-কর্মীরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনভর নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্দেশনায় এ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হয়।

এর আগে বৃহস্পতিবার এক যুগেরও বেশি সময় পর দেশে ফেরেন তারেক রহমান। তার আগমন উপলক্ষে রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফুটে তাকে গণসংবর্ধনা প্রদানের আয়জোজন করা হয়। আয়োজন শেষে ব্যানার-ফেস্টুন এবং অন্যান্য আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নেন মাসুদুজ্জামান।

এ বিষয়ে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান বলেন,
“প্রিয় নেতা তারেক রহমান স্মার্ট ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ‘আমরা করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে বাস্তবে রূপ দিতেই আমাদের সব কার্যক্রম পরিচালিত হবে। জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশকে নাগরিকবান্ধব ও মানবিক গণতন্ত্রে পুনর্গঠিত করতে চাই। এটি নাগরিকদের কাছে আমাদের প্রতিশ্রুতি।”

সকাল থেকে এ পরিচ্ছন্নতা অভিযানটি পরিচালিত হয়। এতে প্রায় ২০০ স্বেচ্ছাসেবক ও নেতাকর্মী অংশ নেন। মাসুদুজ্জামানের পক্ষে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের নেতৃত্ব ও সমন্বয় করেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু।

সর্বশেষ

জনপ্রিয়