২৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫২, ২৭ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ-৫: গণঅধিকারের প্রার্থী নাহিদের মনোনয়নপত্র সংগ্রহ

নারায়ণগঞ্জ-৫: গণঅধিকারের প্রার্থী নাহিদের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আক্তার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম সাইদুজ্জামান খোকন এবং জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিয়ান রিপনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়