২৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৩৪, ২৭ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ-৩: মনোনয়নপত্র সংগ্রহ করলেন গণসংহতির অঞ্জন দাস

নারায়ণগঞ্জ-৩: মনোনয়নপত্র সংগ্রহ করলেন গণসংহতির অঞ্জন দাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রতীক ‘মাথাল’ মার্কার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান ও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস।

শনিবার (২৭ ডিসেম্বর) সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, সোনারগাঁ উপজেলা শাখার সদস্য সচিব মোবাশ্বির হোসাইন, সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জিয়াউর রহমান ও সদস্য সচিব মোহাম্মদ সোহাগ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নারী সংহতির আহ্বায়ক নাজমা বেগম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান, বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সদস্য সানজীদা ইসলাম ইলমাসহ গণসংহতি আন্দোলন ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়