বিএনপি নেতা হানিফ কবিরের স্মরণে মিলাদ ও দোয়া
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি প্রয়াত হানিফ কবিরের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
তিনি তার বক্তব্যে বলেন, প্রয়াত হানিফ কবির ছিলেন নির্লোভী এবং মানুষের প্রতি দায়বদ্ধ একজন নেতা। তিনি রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে সমান ভূমিকা রেখেছিলেন।
আবুল কালাম আরও বলেন, ৫ আগস্টের ছাত্র জনতার আত্মত্যাগের ফল ঘরে তুলতে হলে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।
তিনি শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “বিগত সরকার গত ১৮ বছরে শহরটাকে অচল করে দিয়েছে। এখন আমাদের দায়িত্ব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।”
সভায় মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কাউছার আশা, প্রয়াত হানিফ কবিরের ছোট ভাই আলামিন কবির, তার ছেলে সায়েম কবিরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, অ্যাড. আনিছুর রহমান মোল্লা, বরকত উল্লাহ বুলু, মহানগর বিএনপি নেতা সোলেইমান, মেজবাহ উদ্দিন স্বপন, হান্নান সরকার, সুলতান আহম্মেদ, গোলাম নবী মুরাদ, হাজী তাহের আলী, রোমান চৌধুরী, শহীদ হাসান, আলী আজগর, মনির মল্লিক, ফজলুল হক, মহানগর যুবদল নেতা দর্পন প্রধান, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর বেপারী, আলতাব হোসেন ইব্রাহীম প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন নবাব সলিমুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাসুদুজ্জামান জামিল।





































