জাতীয় পার্টির সাবেক নেতা গোলাম মসিহ্ এখন হাত পাখার প্রার্থী
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে জাতীয় নির্বাচনের মাঠে হঠাৎ নতুন উত্তাপ তৈরি হয়েছে। দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত থেকে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা গোলাম মসিহ্ এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত শুক্রবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় আমীর মুফতি রেজাউল করিম তাঁর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে জেলাজুড়ে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ হয়।
এর আগে সোনারগাঁ উপজেলা সেক্রেটারি ফারুক আহমেদ মুনসি এ আসনে প্রচারণায় সক্রিয় ছিলেন। তবে শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্তে তাঁকে সরিয়ে এনে মনোনয়ন দেওয়া হয় বহুমাত্রিক রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী গোলাম মসিহকে।
ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, “গোলাম মসিহ সাহেব ২০১৩ সাল থেকেই আমাদের দলের সঙ্গে আছেন। সংগঠনের শীর্ষ পর্যায়ের পরামর্শ ও আলোচনার ভিত্তিতেই তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। দেশে আরও কিছু আসনে চমক থাকবে।”
গোলাম মসিহ ২০২২ সালের এপ্রিলে তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পান। এর আগে ২০১৪ সালেও একই দায়িত্বে ছিলেন। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল আউয়ালের তৃতীয় পুত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতক সম্পন্নের পর তিনি ব্রিটিশ পেট্রোলিয়াম, টোটাল গ্যাস, এশিয়া স্যাটেলাইট, হংকং টেলিকম ও জেনারেল অ্যাটমিকসসহ একাধিক বহুজাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন।
২০১৫ সালের জুলাই থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত তিনি সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসি’র স্থায়ী প্রতিনিধি ছিলেন।
২০০৬–২০১৩ সাল পর্যন্ত ছিলেন জাতীয় পার্টির আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ক প্রেসিডিয়াম সদস্য।





































