০৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪০, ১০ নভেম্বর ২০২৫

২৩নং ওয়ার্ডে তরিকুল সুজনের গণসংযোগ

২৩নং ওয়ার্ডে তরিকুল সুজনের গণসংযোগ

আগামী ১৪ নভেম্বর (শুক্রবার) জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিতব্য গণসংহতি আন্দোলনের সমাবেশ ও মাথাল র‍্যালিকে সফল করার লক্ষ্যে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের গণসংহতি আন্দোলনের মনোনীত এমপি প্রার্থী তরিকুল সুজন।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে তিনি বন্দরের নবীগঞ্জ ঘাট থেকে একরামপুর ঘাট পর্যন্ত ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগ কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী বিপ্লব খান, জেলা যুগ্ম-সমন্বয়কারী আলমগীর হোসাইন আলম, বন্দর গণসংহতি আন্দোলনের সংগঠক ইবাদত হোসেন, মো. ইসলাম মিয়া, কাসেম সর্দার, নিসার আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা, সাধারণ সম্পাদক সৌরভ সেন, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, অর্থ সম্পাদক নিসা ফেরদৌসসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

গণসংযোগ চলাকালে তরিকুল সুজন সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন সমাবেশ ও র‍্যালি সফল করার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়