৩০ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৮, ৩০ অক্টোবর ২০২৫

একটি ইসলামি ও নবগঠিত দলকে দুষলেন সাখাওয়াত

একটি ইসলামি ও নবগঠিত দলকে দুষলেন সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আমাদের বিরোধী রাজনৈতিক দলের কয়েকজন নেতা সরকারি উকিলদেরকে বিভিন্নভাবে ফোন দিয়ে আমার এই মামলায় অবজেকশন দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। আমাদের আর কিছু বুঝতে বাকি রইলো না। এইটার সাথে ইসলামি একটি রাজনৈতিক দল এবং নব্য গঠিত একটি রাজনৈতিক দল জড়িত। তাদের ষড়যন্ত্র এইটার সাথে যুক্ত হয়েছে। মহান আল্লাহ আমাদেরকে সেই ষড়যন্ত্র থেকে মুক্ত করার তৌফিক দান করুক।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ফতুল্লা মডেল থানার একটি হত্যাচষ্টোর অভিযোগে মামলায় আত্মসমর্পনের পর জামিন পেয়ে সাংবাদিকদের সামনে এই কথা বলেন তিনি।

গত রোববার আদালত প্রাঙ্গণে এক বিচারপ্রার্থী ও তার পরিবারের উপর হামলার ঘটনায় মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় সাখাওয়াত হোসেনসহ ৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। ওই হামলার ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মামলাটি মিথ্যা অভিযোগে করা হয়েছে দাবি করে জামিনের পর সাখাওয়াত হোসেন বলেন, “সব সময় আদালত প্রাঙ্গণকে পবিত্র রাখার চেষ্টা করেছি এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে নিজেকে সোচ্চার রেখেছি। সাত হত্যা থেকে শুরু করে সকল অন্যায়ের বিপক্ষে আমি দাঁড়িয়েছি। অথচ আজকে এই রকম একটা মিথ্যা ঘটনায় আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হলো। এই দুঃখ আমি কাউকে বুঝাতে পারবো না।”

তিনি আরও বলেন, “কিছু মিডিয়া ও ষড়যন্ত্রকারী অপসাংবাদিকতা অথবা যেটাকে আমরা এখন বলি ‘মব জাস্টিস’, সেইটা করে আমার ক্লিন ইমেজ ধ্বংস করার চেষ্টা হয়েছে। যারা বাদী হয়েছে তারা আগে সহকারি ও জুনিয়র আইনজীবীদের টর্চার করেছে এবং সেটার জন্য একটা মামলা দেওয়া হয়েছে। সেই মামলা নেওয়া হই নাই। অথচ এই মামলা নেওয়া হয়েছে। আমি প্রশাসনকে মামলা না নেওয়ার জন্য কখনও ফোনও করি নাই। এইসব অপপ্রচারের আমি নিন্দা ও প্রতিবাদ জানাই।”

আদালতে সাখাওয়াত হোসেন নিজেই শুনানি করেন। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (বার) সাবেক এ সভাপতির সঙ্গে এজলাসে শুনানিতে অংশ নেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বারী ভূঁইয়া, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক নয়নসহ আরও কয়েকজন আইনজীবী।

সর্বশেষ

জনপ্রিয়