০৬ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৫:১২, ৫ আগস্ট ২০২৫

‘স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপে আইনী ও নীতিগত ঐক্য জরুরি’

‘স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপে আইনী ও নীতিগত ঐক্য জরুরি’

স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপ নিশ্চিত করতে আইনী ও নীতিগত সিদ্ধান্তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।

তিনি বলেন, ‘৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে এক চিরঅম্লান স্মৃতি। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে, তার সফলতা এসেছিল এই দিনে। আজকের দিনটি আমাদেরকে সেই স্বৈরতান্ত্রিক কাঠামোকে স্থায়ীভাবে বিলুপ্ত করার অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেয়।’

সোমবার (৫ আগস্ট ২০২৫) সকালে নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত খতমে কুরআন, দোয়া, গণজমায়েত ও বিজয় মিছিল কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

মুফতি দেলাওয়ার হোসাইন সাকী আরও বলেন, ‘জুলাই শুধু ক্ষমতার পালাবদলের জন্য আসেনি, এটি এসেছে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার চিরতরে বিলুপ্তির লক্ষ্যে। আর সেই লক্ষ্য পূরণে আইনী সংস্কার, নীতিগত দৃঢ়তা এবং জনতার ঐক্যই পারে কাক্সিক্ষত রাষ্ট্র বিনির্মাণ করতে।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্ট ও জুলাইয়ের স্মৃতি আমাদের শেখায়- ঐক্যবদ্ধ জনতার শক্তিই পরিবর্তনের মূল হাতিয়ার। তাই সবাইকে সেই ঐক্যের নজির স্থাপন করে সামনে এগিয়ে যেতে হবে।’

তিনি ২৪ সালের আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেন। সেইসাথে আন্দোলনে অংশগ্রহণকারী সকল ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানান।

সভাপতির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “জুলাইয়ের রক্ত ও জীবন উৎসর্গের চূড়ান্ত স্বার্থকতা তখনই অর্জিত হবে, যখন বাংলাদেশ থেকে চিরতরে স্বৈরতন্ত্রের বিলোপ হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্য অর্জনে অবিচলভাবে সংগ্রাম চালিয়ে যাবে।”

গণজমায়েত ও বিজয় মিছিল শেষে ডিআইটি এলাকার জুলাই-আগস্ট স্মৃতিকোণে জুলাই যোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়