০৬ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১২:০৭, ৫ আগস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জুলাই স্মৃতি স্তম্ভে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে গণসংহতি আন্দোলন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা রাজনৈতিক শিক্ষা সম্পাদক জাহিদ সুজন, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল বাপ্পি, কার্যকরী সদস্য আওলাদ হোসেন, মহানগর  কমিটির কার্যকরী সদস্য এস এম রাব্বি, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু প্রমুখ।

শ্রদ্ধা জানিয়ে তরিকুল সুজন বলেন, ‘আজ জুলাই অভ্যুত্থান দিবস। এই দিনে আমরা প্রথমেই স্মরণ করছি আমাদের সূর্য সন্তানদের। শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের। আমরা নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। যে রাজনৈতিক বন্দোবস্তে রাষ্ট্র হয়ে উঠবে জনগণের। আর এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য চাই অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পুনর্গঠন। যে পুনর্গঠনের জন্য হাজারো ছাত্র-জনতা জীবন দিয়েছিল। বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিন আজকের বাংলাদেশের জাতীয় স্বার্থ।’

অঞ্জন দাস বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। হাজার হাজার মানুষকে গুম করে আয়না ঘরে বন্দী করে রেখে অত্যাচার চালিয়েছে। রাজনৈতিক কর্মীদের নামে হাজার হাজার গায়েবি মামলা দিয়েছে। আমাদের নেতাকর্মীদের নামে এখনো মিথ্যা মামলা ঝুলছে।’

বিপ্লব খান বলেন, ‘আমরা দেখেছি বিগত সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপি-জামায়াতের নামে জুজুর ভয় দেখিয়ে মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতা কুক্ষিগত করেছিল। আমরা বর্তমানে আবার দেখতে পাচ্ছি, পতিত ফ্যাসিস্টরা ফিরে আসবে এরকম জুজুর ভয় দেখিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার, ন্যায্য আন্দোলনকে অন্তর্বর্তীকালীন সরকার দমন করছে। এটা গণঅভ্যুত্থানের আকাক্সক্ষার সাথে সাংঘর্ষিক।’

পপি রাণী সরকার বলেন, ‘আমরা অভ্যুত্থানের ১ বছর অতিক্রম করেছি। কিন্তু আক্ষেপের সুরেই বলতে হচ্ছে, এখনো শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ও তাদের যথাযথ মূল্যায়ন করতে পারেনি সরকার। আহতরা সুচিকিৎসার অভাবে যন্ত্রণায় কাতরাচ্ছে। অনেকের উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন কিন্তু সেদিকে সরকারের যথাযথ খেয়াল নেই। অথচ এটিই ছিল এই সরকারের প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ। আমরা এখনো প্রত্যাশা রাখছি অন্তর্বর্তীকালীন সরকার সেদিকে তাকাবেন। তারাই এই দিন আমাদের উপহার দিয়েছে, সেটা ভুলে গেলে চলবে না।

সর্বশেষ

জনপ্রিয়