খানপুরে মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ

নারায়ণগঞ্জ-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ খানপুরে গণসংযোগ করেছেন। সোমবার (৪ আগস্ট) বাদ আসর নাসিক ১২নং ওয়ার্ডের ডন চেম্বার, খানপুর, বউবাজার, সর্দার পাড়া, পোলস্টার ক্লাব হয়ে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল রোড এলাকায় এসে উক্ত গণসংযোগ শেষ করেন।
বৃষ্টি উপেক্ষা করে এই গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় “আল্লাহর আইন চাই”, “সৎ লোকের শাসন চাই”, “এই মুহূর্তে দরকার ইসলামী সরকার”, “সুবহান আল্লাহ, দাড়ি পাল্লা”- এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
গণসংযোগকালে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, ‘ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়া সম্ভব। আমি সেই লক্ষ্যেই জনগণের সমর্থন ও দোয়া কামনা করছি।’
এ সময় স্থানীয় ভোটাররা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সাধারণ জনগণ সমর্থন জানিয়ে বলেন, ‘আমরা একজন সৎ ও যোগ্য নেতৃত্ব চাই, যিনি আমাদের দুঃখ-কষ্টের সঙ্গী হবেন। মাওলানা মঈনুদ্দিন আহমাদের মধ্যে আমরা সেই গুণাবলী দেখতে পাচ্ছি।’
গণসংযোগে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ জাহাঙ্গীর কবির পোকন, বিশিষ্ট সমাজ সেবক আ জ ম রুহুল আমিন, ১২নং ওয়ার্ড পূর্ব সভাপতি মিজান, পশ্চিম সভাপতি হাফেজ বিল্লালসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।