গণসংহতি আন্দোলনের সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

নারায়ণগঞ্জে "জুলাই সমাবেশ ও শহীদি মার্চ" উপলক্ষে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবে গণসংহতি আন্দোলন। সংগঠনটির নেতারা জানিয়েছেন, সংবাদ সম্মেলনে ১৮ জুলাইয়ের কর্মসূচির বিস্তারিত দিক তুলে ধরা হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৮ জুলাই শুক্রবার বিকাল ৩টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে জুলাই গণআন্দোলনের স্মরণে বিশেষ সমাবেশ ও শহীদি মার্চ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
সমাবেশ পূর্বে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ৫৬ জনের প্রতিকৃতি নিয়ে শহরের বিভিন্ন সড়কে মিছিল করার কর্মসূচিও রয়েছে।
গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন ও নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস এক যৌথ বিবৃতিতে বলেন, “১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলমান ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে ৫৬ জন শহীদ হন, যাদের মধ্যে ২১ জন স্থানীয়। সরকারি গেজেটে আহতের সংখ্যা ২৫৬ জন বলা হলেও বাস্তবে তা হাজার ছাড়িয়েছে। গণঅভ্যুত্থানে দলগতভাবে গণসংহতি আন্দোলন তার সর্বোচ্চ ভূমিকা রেখেছে।"
বিবৃতিতে আরও বলা হয়, “১৮ জুলাই নারায়ণগঞ্জে পুলিশের পরিকল্পিত হামলার পর পুরো শহরে প্রতিরোধ ছড়িয়ে পড়ে। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে শহীদদের আত্মত্যাগ স্মরণ ও ‘জুলাই অঙ্গীকার’ বাস্তবায়নের সংগ্রামকে এগিয়ে নিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।”
গণসংহতি আন্দোলনের নেতারা জানান, ১৮ জুলাই ২০২৫ নারায়ণগঞ্জে রক্তাক্ত প্রতিরোধের এক বছর পূর্তি। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত হবে “জুলাই সমাবেশ ও শহীদি মার্চ”।