১৮ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:২৬, ১৮ জানুয়ারি ২০২৬

‘সুজয় রায় চৌধুরী মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে ভূমিকা রেখেছেন’

‘সুজয় রায় চৌধুরী মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে ভূমিকা রেখেছেন’

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা সুজয় রায় চৌধুরীর স্মরণে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি জাকির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী ও সাহিত্যিকরা অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, সুজয় রায় চৌধুরী বিকু তাঁর গানের মধ্য দিয়ে মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে ভূমিকা রাখার চেষ্টা করেছেন। শোষণমুক্ত সমাজ গড়ার আন্দোলনে লাল পতাকা হাতে নিয়ে তিনি নিজেও রাজপথে মিছিলে হেঁটেছেন। তিনি ছিলেন একাধারে গানের শিল্পী, সুরকার, সংগীত শিক্ষক এবং কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় নেতা। ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়নের সঙ্গেও যুক্ত ছিলেন।

বক্তারা আরও বলেন, তিনি গান গেয়েছেন, গানের সুর দিয়েছেন, গান শেখিয়েছেন, লেখালেখি করেছেন, নাট্যচর্চা করেছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নির্দেশনার দায়িত্ব পালন করেছেন। তাঁর হাত ধরেই নারায়ণগঞ্জের অসংখ্য ছেলে-মেয়ে গানের শিল্পী হিসেবে গড়ে উঠেছে। তাঁর সহধর্মিণী পল্লবী প্রত্যাশা একজন কবি ও আবৃত্তি শিল্পী এবং তাঁদের একমাত্র কন্যা অর্কিতা রায় চৌধুরীও একজন কবি, সংগীতশিল্পী ও নৃত্যশিল্পী।

স্মরণানুষ্ঠানে আলোচনা ছাড়াও কবিকণ্ঠে কবিতা পাঠ, সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। কবিতা পাঠ করেন অ্যাডভোকেট বিলকিস ঝর্ণা, শ. ম. কামাল হোসেন, হাবিব সিদ্দিকী, অর্কিতা রায় চৌধুরী, জয়নুল আবেদীন জয়, জহিরুল ইসলাম মিন্টু, সুনীল কৃষ্ণ মাঝি, শুক্কুর মাহমুদ জুয়েল, রাজলক্ষ্মী, ফাল্গুনী দাস, মৃদুল সাহা ও কাউছার আক্তার পান্না।

আবৃত্তি পরিবেশন করেন পিন্টু সাহা, তিথি সুবর্ণা ও মিথুন খান। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শুভ বনিক, উন্মেষ সাংস্কৃতিক সংসদের গানের দল এবং আবুল হোসেন অলি। নৃত্য পরিবেশন করেন শ্রুতি সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা। অনুষ্ঠনের শুরুতে অয়ন্ত বাঁশি বাজিয়ে স্মরণানুষ্ঠানের সূচনা করেন।

আলোচনায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মন্টু ঘোষ, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সমমনা’র সভাপতি সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অ্যাডভোকেট জাহিদুল হক দীপু, সমাজ অনুশীলন কেন্দ্রের সংগঠক কবি রঘু অভিজিৎ রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক প্রদীপ সরকার, সুজয় রায় চৌধুরীর সহধর্মিণী কবি পল্লবী প্রত্যাশা, উন্মেষ সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক রকিবুল হাসান জেমস, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী শাহানারা বেগম, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য শ. ম. কামাল হোসেন, জেলা কমিটির অর্থ সম্পাদক দীপঙ্কর দে, জেলা কমিটির সদস্য দুলাল সাহা, ছড়াকার সুনীল কৃষ্ণ মাঝি, কবি রাজলক্ষ্মী, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, জেলা কমিটির সদস্য ফাল্গুনী দাসসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি (রোববার) দুপুরে  নিজ বাসায় হঠাৎ হার্ট অ্যাটাকে সুজয় রায় চৌধুরী বিকু মৃত্যুবরণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়