২৭ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:০৫, ২৭ জানুয়ারি ২০২৬

ভোট চাইতে গিয়ে আবেগাপ্লুত কালাম

ভোট চাইতে গিয়ে আবেগাপ্লুত কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আমার এলাকার মানুষ আমার কাছে অনেক কিছু আশা করে বসে আছেন। আল্লাহ আমাকে ১৮ বছর পরে আপনাদের পাশে আসার সুযোগ করে দিয়েছেন। এ জায়গাটি আমার খুব প্রিয়। দীর্ঘদিন পর আপনাদের সবাইকে দেখে আমি আবেগাপ্লুত হয়ে পড়েছি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বন্দর ইউনিয়নে বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি দিনব্যাপী বন্দর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।

এডভোকেট আবুল কালাম বলেন, আজ আমরা এখানে একটি উদ্দেশ্যে একত্রিত হয়েছি। দেশের গণতন্ত্রের জন্য যিনি দীর্ঘদিন লড়াই করেছেন, তার জন্য আপনারা এখানে এসেছেন—এ জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনারা দোয়া করবেন। আগামী দিনেও যেভাবে চান, সেভাবেই আমাকে পাশে পাবেন। আমি এই এলাকার মানুষ, এখানকার চাওয়া-পাওয়ার কথা আমার জানা। আমি জনগণের একজন হিসেবে আপনাদের সঙ্গে থাকতে চাই।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা আল্লাহ প্রদত্ত প্রতীক ধানের শীষকে বিজয়ী করবেন। যারা জীবনে প্রথমবার ভোট দেবেন, তারা ধানের শীষেই ভোট দেবেন। আপনারা বুদ্ধিমান, আপনাদের প্রতি আমার আস্থা আছে। আমরা আপনাদের ভোট ধানের শীষে প্রত্যাশা করি।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, সদস্য আমিনুল ইসলাম মিঠু, সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ ও রাফিউদ্দিন রিয়াদসহ বন্দর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়