২৭ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৪২, ২৭ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৫: আবু নাঈম খান বিপ্লবের গণসংযোগ

নারায়ণগঞ্জ-৫: আবু নাঈম খান বিপ্লবের গণসংযোগ

নারায়ণগঞ্জ-৫ আসনে বাসদ মনোনীত প্রার্থী আবু নাঈম খান বিপ্লব মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় বন্দর এলাকায় ২১ ও ২২ নং ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করেন।

গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাসদ বর্ধিত ফোরামের সদস্য ও ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব প্রদীপ সরকার, বাসদ মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, বন্দরের সংগঠক মুন্নি সরদার, বাসদ নেতা সেলিম আলাদ্বীন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, দপ্তর সম্পাদক রুহুল আমীন সোহাগ, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

আবু নাঈম খান বিপ্লব বলেন, “গত ১২টি নির্বাচনে গঠিত সংসদে জনগণের বাস্তব মতামত প্রতিফলিত হয়নি। সংসদ পরিণত হয়েছে কোটিপতি, দুর্বৃত্ত ব্যবসায়ী ও সাম্প্রদায়িক অপশক্তির ক্লাবে। তারা সংসদ ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে, ব্যবসায়ী সিন্ডিকেটকে শক্তিশালী করেছে, শিক্ষা-চিকিৎসার অধিকারকে টাকার কাছে জিম্মি করেছে। গত ৫৪ বছরে তারা এমন একটি দেশ তৈরি করেছে যেখানে টাকা না থাকলে মানুষের কোনো অধিকার নেই।”

সর্বশেষ

জনপ্রিয়