নারায়ণগঞ্জ-৫: গাড়িতে আবুল কালামের পোস্টার, জরিমানা
প্রাইভেট গাড়িতে নির্বাচনী পোস্টার লাগিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জানুয়ার) বন্দরে নির্বাচনী মাঠে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (জেএম) খন্দকার শমিত রাজা বিষয়টি নিশ্চিত করে বলেন, “নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে আমাদের ১৮ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্ব পালন করছেন। আজ আমাদের একটি টিম অভিযান পরিচালনা করে বিএনপির প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।”
উল্লেখ্য, এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নারায়ণগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম মসীহকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।





































