‘লুটতরাজ-চাঁদাবাজদের রুখতে গণভোটে হ্যাঁ ভোট দেওয়া জরুরি’
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন নাসিক ২১নং ওয়ার্ডের সালেহ নগর এলাকায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাদ আসর শতাধিক শীতার্তদের মধ্যে বন্দর থানা জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।
তিনি শীতার্তদের মাঝে উপহার বিতরণ করে বলেন, “অসহায়দের পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হয়। আমাদের উচিত ছিল আপনাদের বাড়িতে গিয়ে এই উপহার পৌঁছে দেওয়া।”
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, “সারাদেশে ১১ দলীয় ঐক্যজোটের ন্যায় ইনসাফের পক্ষে ব্যাপক গণজোয়ার উঠেছে। আপনারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লুটতরাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে গণভোটে হ্যাঁ ভোট দেবেন। সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন করার মধ্য দিয়েই দেশের উন্নয়ন সম্ভব।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।
তিনি বলেন, “একটি হাদিসে আছে, যে ব্যক্তি দুনিয়াতে মানুষের উপকার করে, কেয়ামতের দিন আল্লাহ তাকে খুশি হয়ে নাজাত দিবেন। ৫৪ বছরের প্রহসন ও লুটতরাজ চাঁদাবাজদের রুখতে গণভোটে হ্যাঁ ভোট দেওয়া জরুরি।”
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর দক্ষিণ সাংগঠনিক থানা আমীর মাওলানা ফজলুল হাই জাফরি, সেক্রেটারি কাজী মামুনের সঞ্চালনায় স্থানীয় নেতৃবৃন্দসহ শতাধিক শীতার্ত।





































