২৭ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:১২, ২৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:১২, ২৭ জানুয়ারি ২০২৬

সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হব: মাকসুদ

সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হব: মাকসুদ

নারায়ণগঞ্জ-৫ আসনের ফুটবল প্রতীকের সতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন বলেছেন, “গত পাঁচ দিনের প্রচারণায় শহরে পরিবেশ ভালো আছে, অনুকূলে আছে। কিন্তু বন্দরে এই পরিবেশটা এখন একেবারেই নষ্ট হয়ে গেছে। বিএনপির প্রার্থীর দলের লোকেরা আমাদের বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করছে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নগরের ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীকের গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাকসুদ হোসেন বলেন, “আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার। নারায়ণগঞ্জ-৫ আসনবাসী ও জেলা বাসী চিকিৎসা সেবা থেকে অনেকটাই বঞ্চিত। জেনারেল হাসপাতাল, ভিক্টোরিয়া হাসপাতাল এবং অন্যান্য ক্লিনিক থাকা সত্ত্বেও সাধারণ মানুষ যথাযথ চিকিৎসা পাচ্ছে না। ক্লিনিকে পরীক্ষা করাতে গিয়ে অনেক সময় রোগীর চিকিৎসার সুযোগই সৃষ্টি হয় না। জেলার আয় অনেক বেশি হলেও, এটি এখনও দ্বিতীয় গ্রেডের জেলা। আল্লাহ যদি আমাকে সংসদে পাঠান, আমি অবশ্যই এই বিষয়গুলো গুরুত্ব সহকারে উত্থাপন করার চেষ্টা করব।”

ফ্যাসিস্টদের সঙ্গে ছবি প্রসঙ্গে তিনি বলেন, “সাবেক এমপির সঙ্গে আমার ছবি থাকা স্বাভাবিক, কারণ আমি চেয়ারম্যান ছিলাম, আর তিনি এমপি। বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও পরিকল্পনার জন্য তার কাছে আসা প্রয়োজন ছিল। অনেক ছবি আছে, কিন্তু তা বর্তমান প্রচারণায় হায় প্রতিপন্ন করার জন্য ব্যবহার করা হচ্ছে। উনার ইতিহাস দেখলে আরও অনেক কিছু বের হয়ে আসবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন নির্ধারিত সময়ে হবে এবং ইনশাআল্লাহ সুষ্ঠু হবে। সুষ্ঠু নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ আমি বিজয়ী হব।”

সর্বশেষ

জনপ্রিয়