সকল হত্যা ও মব সন্ত্রাসের বিচারের দাবিতে ছাত্র ফ্রন্টের সমাবেশ
দীপু চন্দ্র দাস, ওসমান হাদি, আয়েশাসহ সকল রাজনৈতিক হত্যা, মব সন্ত্রাস, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিচারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন, দেশে ধারাবাহিকভাবে হত্যা, মব সন্ত্রাস ও সহিংসতার ঘটনা ঘটছে, যা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।
বক্তারা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি ও আসন্ন নির্বাচন বানচালের যেকোনো চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান। পাশাপাশি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রোধে সকল দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক ছাত্রনেতা সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক ছাত্রনেত্রী নাছিমা সরদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি তোলারাম কলেজ শাখার সংগঠক মোহাম্মদ অর্ক, ফতুল্লা থানা শাখার সংগঠক আমীর হামজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে সকল রাজনৈতিক হত্যা ও মব সন্ত্রাসের বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।





































