সোনারগাঁয়ে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর রাতে ৪০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন ফাহিমুল ইসলাম সুমন (২৫), মোঃ নাহিদ মিয়া (২৭), মো. সোহেল (৪০)।
র্যাব জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশেপাশের জেলায় বহন, সরবরাহ ও বিক্রয় করছিল।
আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের হস্তান্তর করা হয়েছে।





































