এই নগর আমাদের, তাই দায়িত্বও আমাদের: তরিকুল ইসলাম

গণসংহতি আন্দোলনের উদ্যোগে ও সিটি কর্পোরেশনের সহায়তায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে মাইকিং ও লার্ভিসাইডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় নাসিক ১৪নং ওয়ার্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন বলেন, “এই নগর আমাদের, তাই দায়িত্বও আমাদের। নিজে সচেতন হই, অপরকে সচেতন করি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু কর্তৃপক্ষের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদেরও অংশগ্রহণ প্রয়োজন।”
তিনি আরও উল্লেখ করেন, বাড়ির আঙ্গিনা, পরিত্যক্ত জমি, ড্রেনসহ নগরের অনেক স্থানের অস্বচ্ছতা ডেঙ্গু প্রকোপ বৃদ্ধির কারণ।
তরিকুল সুজন জানিয়েছেন, ভিক্টোরিয়া ও খানপুর হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা সক্ষমতার চেয়ে অনেক বেশি, যা যথাযথ চিকিৎসা প্রাপ্তিতে বিঘ্ন সৃষ্টি করছে। তিনি জেলা স্বাস্থ্য বিভাগ, সিটি কর্পোরেশন ও প্রশাসনকে সমন্বিত উদ্যোগ গ্রহণে আহ্বান জানান।
উক্ত সচেতনতা কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা প্রচার সম্পাদক শুভ দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, বর্তমান সহ সভাপতি সৃজয় সাহা, তাইরান আবাবিল রোজা প্রমুখ।