১৩ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৪, ১৩ অক্টোবর ২০২৫

জনগণকে নিয়ে রাজনীতি করতে চাই: সাখাওয়াত

জনগণকে নিয়ে রাজনীতি করতে চাই: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আগামী নির্বাচনে আমাদের সামনে অনেক দল আসবে, তারা মন ভোলানো কথা বলবে, দেশের ক্ষতি করবে, জনগণের ক্ষতি করবে। কেউ ধর্মের কথা বলবে, ধর্মে ধর্মে লাগিয়ে অশান্তি সৃষ্টি করবে, কিন্তু বিএনপি সেটা হতে দিতে চায় না।”

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বন্দরের ধামগড় ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাখাওয়াত হোসেন খান বলেন, “বিএনপির ৩১ দফা জনগণের প্রতি একটি অঙ্গীকার। আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করে, তবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।”

তিনি বলেন, “গত ১৫ বছর ধরে ধামগড় ইউনিয়নে ফ্যাসিস্টরা নানা অন্যায় ও অত্যাচার করেছে। আমরা কোনো অন্যায় বা অত্যাচার মেনে নিবো না। আমরা জনগণের পাশে আছি, বিপদেও পাশে থাকবো। জনগণই সকল ক্ষমতার উৎস, তাই জনগণকে নিয়েই রাজনীতি করতে চাই।”

ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন।

আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন শিশির, সাংগঠনিক সম্পাদক শাহাদুল্লাহ মুকুল, তাওলাদ মাহমুদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি কবির হোসেন, সহসভাপতি মোশারফ মৃধা, সহসভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আপন, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়