১৩ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৩, ১৩ অক্টোবর ২০২৫

বন্দরে বেড়াতে এসে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বন্দরে বেড়াতে এসে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

শেরপুর জেলা থেকে বন্দরে বেড়াতে আসা মাদ্রাসা ছাত্র নাজমুল (১১) গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাত্র নাজমুল নলিতাবাড়ি থানার ভাইগরপাড়া এলাকার আলামিন মিয়ার ছেলে।

নিখোঁজ ছাত্র গত ৬ অক্টোবর দুপুরে সোনাকান্দা কেল্লা জামে মসজিদ সংলগ্ন ভাড়াটিয়া বাড়ি থেকে রাস্তার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু কোনো সন্ধান পাননি।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ফুপু শরিফা বেগম বাদী হয়ে বন্দর থানায় নিখোঁজ জিডি দায়ের করেন।

বন্দর থানার পুলিশ নিখোঁজ ছাত্রের সন্ধান পেতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

সর্বশেষ

জনপ্রিয়