২৯ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:২৭, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:০২, ২৮ সেপ্টেম্বর ২০২৫

জেলার সার্বিক উন্নয়নে সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা হবে: হাতেম

জেলার সার্বিক উন্নয়নে সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা হবে: হাতেম

নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশনের (এনজিএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “নারায়ণগঞ্জ জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে জেলা প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা ইতোমধ্যেই নারায়ণগঞ্জকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে প্রশাসনকে সহযোগিতা করেছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা বিস্তারে সহযোগিতা করব।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিকেএমইএ মিলনায়তনে নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশনের কার্যনির্বাহী সভায়  সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কার্যনির্বাহী সভায় বক্তারা বলেন, “নৈতিক ও মানবিক মূল্যবোধহীন শিক্ষা মানুষকে পশুতে পরিণত করে। শিক্ষা নাগরিকের অধিকার। শিক্ষাকে বাণিজ্যিক পণ্যতে রূপান্তর জাতি গঠনের প্রধান অন্তরায়। বৈষম্যহীন নাগরিক সেবা এবং সুবিচার প্রাপ্তির লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।"

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন- সহসভাপতি এড. নবী হোসেন, অধ্যক্ষ ড. রুমন রেজা, সাধারণ সম্পাদক মঈন আহসান, যুগ্ম সম্পাদক শাহাবউদ্দিন আহমেদ, এড. জাকারিয়া হাবিব, ফাতেমা বেগম জুম্মী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আফরোজা সুলতানা রুমি, সমাজ উন্নয়ন সম্পাদক ড. সাইদুল ইসলাম খান অপু, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক এড. ড. সাদিয়া আফরোজ মুক্তি, যুব ও ক্রীড়া সম্পাদক কাজল হোসেন, গ্রন্থাগার সম্পাদক আল মামুন, অর্থ ও পরিকল্পনা সহসম্পাদক তাহমিনা হোসেন মুন্নী, ধর্ম ও মানবাধিকার সম্পাদক মামুনুর রশিদ, কার্যনির্বাহী সদস্য জহুরুল হক বাবু, বদিউল আলম বাদল, কামরুল হাসান, রোটারিয়ান কাজী জাহিদুল ইসলাম, এড. মোশারফ হোসেন সেলিম, ওয়াহিদ সাদাত বাবু, আতিয়া সুলতানা, এহসানুল কবির প্লাবন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়