বন্দরে যুবক হত্যার ঘটনায় মামলা, এক আসামির স্বীকারোক্তি

বন্দরে ডোবা থেকে প্রবাস ফেরত যুবক সামছুল হকের (৩৬) মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সবুর ওরফে সবুজ (৩০) ও অলিকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
ধৃত অলি সোমবার (১৩ অক্টোবর) দুপুরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে হত্যার দায় স্বীকার করেন।
নিহতের পিতা ইব্রাহিম মিয়া বাদী হয়ে গত রোববার (১২ অক্টোবর) রাতে আটককৃত সবুর ওরফে সবুজ ও আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন।
তথ্যসূত্রে জানা গেছে, মৃত সামছুল হক দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং অসুস্থজনিত কারণে এক বছর আগে দেশে ফেরেন। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে তার বন্ধু সবুজ মিয়ার কাছ থেকে একটি নষ্ট মোবাইল ক্রয়ের ঘটনা ঘিরে বাকবিতণ্ডার পর সামছুল হক নিখোঁজ হন।
পরবর্তীতে রবিবার সকালে স্থানীয়রা মুন্না মিয়ার পুকুরে অজ্ঞাত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।
বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, “এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত অলি আদালতে জবানবন্দি দিয়েছে। তদন্ত চলছে।”