০৭ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৫৯, ৬ অক্টোবর ২০২৫

এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবি

এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবি

মেট্রোরেল (এমআরটি-২) প্রকল্পের সাথে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে সামাজিক সংগঠন নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি)।

সোমবার (৬ অক্টোবর) বিকালে নগরভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মুহাম্মদ আব্দুল্লাহ, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক নীলিমা আখতার, অতিরিক্ত নির্বাহী পরিচালক (পিএন্ডপি) মো. মাহবুবুর রহমান, ও নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম।

এসময় এনজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. মেহরাব হোসেন প্রভাত, আলিফ দেওয়ান, তৌহিদ রহমান, আলিফ মাহমুদ, সিয়াম আহমেদ, ফাহিম মুন্তাসির শুভ ও সাগর ইসলাম।

এনজিবির প্রতিনিধিরা জানান, নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই মেট্রোরেল বাস্তবায়ন।

তারা বলেন, “বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে মেট্রোরেল বাস্তবায়নের জন্য তথ্য-উপাত্ত সংগ্রহ করে কাজ করে যাচ্ছি। এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে আমরা ইতোমধ্যে ৬টি মন্ত্রণালয়ে স্মারকপত্র দিয়েছি এবং প্রায় ২,৫০০ মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করেছি।”

তারা আরও বলেন, “আজকের এই মতবিনিময় সভায় আমরা প্রশাসক মহোদয় এবং ডিটিসিএ কর্মকর্তাদের কাছে অনুরোধ জানিয়েছি এমআরটি-২ রুটটি পুনর্বিবেচনা ও সংশোধন করে নারায়ণগঞ্জ সদর চাষাড়া পর্যন্ত সম্প্রসারণের ব্যবস্থা নিতে।”

সভায় উপস্থিত কর্মকর্তারা এনজিবির এই উদ্যোগের প্রশংসা করেন এবং নারায়ণগঞ্জকে উন্নত গণপরিবহন ব্যবস্থার আওতায় আনতে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন।

সর্বশেষ

জনপ্রিয়