আমার সন্তানরা আজমেরী-অয়ন হবে না: বাবুল

নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, আমার সন্তানদেরকে আমি এমন ভাবেই মানুষ করেছি তাদের মধ্যে থেকে কেউ আজমেরী ওসমান বা অয়ন ওসমান হবে না।
সোমবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের মিশন পাড়ায় প্রাইম গ্রুপের অফিসে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদীয় এলাকার ইমাম মোয়াজ্জিনদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমার ছেলে অ্যারো স্পেস ইঞ্জিনিয়ার, তার অয়ন ওসমান হবার কোন সম্ভাবনা নেই, আমার দুই মেয়ে বিদেশে পড়াশোনা করেছে উচ্চশিক্ষা অর্জন করেছে। আমার ভাইয়ের ছেলে মেয়েরাও বিদেশে পড়াশোনা করে উচ্চশিক্ষা অর্জন করেছে। তাই আমার পরিবার থেকে ওসমান পরিবারের মত কোন সন্ত্রাসী সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিন উপস্থিত ছিলেন।
এ সময় ইমামরা বলেন, বিগত সময়ে আমাদের কর্মকে ছোট করে দেখা হতো। শুধুমাত্র বিশেষ কিছু কাজে, জানাজা বা দোয়া করানো ছাড়া আমাদের কোথাও মূল্যায়ন করা হয়নি। তাই আমরা আবু জাফর আহমেদ বাবুলের কাছে আবেদন করি, যদি তিনি দল থেকে ভালো কোন অবস্থানে যান বা এমপি হতে পারেন তাহলে আমাদের যেন মূল্যায়ন করা হয়।
এসময় মিলাদ ও দোয়া পড়ানো হয়। দোয়ায় জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশের মঙ্গল কামনা করা হয়। দোয়া ও মিলাদ শেষে ইমাম-মুয়াজ্জিনদের সাথে আবু জাফর আহমেদ বাবুল খাওয়া দাওয়া করেন।