১৪ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৫, ১৩ অক্টোবর ২০২৫

বিএনপির নাম বিক্রি করে এমপি হতে চাইলে ছাড় দেওয়া হবে না: টিপু

বিএনপির নাম বিক্রি করে এমপি হতে চাইলে ছাড় দেওয়া হবে না: টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ধামগড় ইউনিয়নের কামতাল মালিভিটায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বক্তব্যে তিনি বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধ করেছেন সাধারণ মানুষ। এরশাদবিরোধী, স্বৈরাচারবিরোধী, হাসিনাবিরোধী সব আন্দোলনই করেছে সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীরা। কিন্তু আজ যারা নমিনেশন পাওয়ার জন্য ব্যস্ত, তারা কোনো আন্দোলন-সংগ্রামে ছিলেন না। আপনারা এমপি হতে চান কেন? আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য? ওসমান ফ্যামিলির দালালি করার জন্য? বিএনপির নাম বিক্রি করে এমপি হতে চাইলে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আমি ৪৫ বছরের রাজনৈতিক জীবনে বহু নেতা তৈরি করেছি। মেম্বার, চেয়ারম্যান, এমনকি মন্ত্রী পর্যন্ত। কিন্তু আজ যারা শিল্পপতি হয়ে এমপি হতে চান, তারা সরকারের ট্যাক্স ও বিল ফাঁকি দেন। আমরা যদি রাজনীতি না করে ব্যবসা করতাম, আমরাও শিল্পপতি হতে পারতাম।”

মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে অ্যাডভোকেট টিপু বলেন, “আমি মুক্তিযোদ্ধাদের সম্মান করি, কিন্তু যারা আওয়ামী লীগের পারপাস সাফ করে মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে খায়, তাদের সম্মান করি না। আসল মুক্তিযোদ্ধারা এখনো রিকশা চালিয়ে খায়, কিন্তু চেতনা বিক্রি করে না।”

সভায় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “২৫ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে হবে, অন্যথায় মহানগর নেতৃত্ব পরবর্তী ব্যবস্থা নেবে।”
পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট টিপুর নেতৃত্বে সাধারণ জনগণ ও দোকানদারদের মধ্যে বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মহসীন মিয়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়