রাস্তা ও ড্রেনে পলিথিন না ফেলার আহ্বান খোরশেদের

নগরীর জলাবদ্ধতা নিরসন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে রাস্তা ও ড্রেনে পলিথিন না ফেলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
সামাজিক সংগঠন ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’র উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) বিকেলে নগরীর চাষাঢ়া থেকে কালীরবাজার ফ্রেন্ডস মার্কেট পর্যন্ত ফুটপাতের হকার ও বিভিন্ন মার্কেটের দোকানদারদের মাঝে গার্বেজ ব্যাগ বিতরণ করা হয়। এসময় খোরশেদ দোকান মালিক ও হকারদের সঙ্গে সরাসরি কথা বলেন।
তিনি বলেন, “এই শহর আমাদের সবার। এখানেই আমাদের জীবিকা। তাই শহরটিকে পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। বিক্রির সময় ব্যবহৃত পলিথিন ব্যাগ যেন রাস্তা বা ড্রেনে না ফেলা হয়। এগুলো ড্রেনের মুখ বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করে।”
তিনি আরও বলেন, “পরিত্যক্ত পলিথিনগুলো একত্রে ব্যাগে জমিয়ে রাখুন। রাতে নির্দিষ্ট স্থানে রেখে দিন, সিটি কর্পোরেশনের কর্মীরা এসে নিয়ে যাবে। এতে ড্রেন বন্ধ হবে না এবং শহরও পরিচ্ছন্ন থাকবে।”
খোরশেদ দোকানদারদের উদ্দেশে আরও প্রস্তাব দেন, “মার্কেটের সবাই মিলে মাস শেষে জমে থাকা পলিথিন বিক্রি করে সেই অর্থ দারোয়ান, পরিচ্ছন্ন কর্মী বা অসহায় মানুষের সহায়তায় ব্যবহার করতে পারেন। এতে পরিচ্ছন্ন শহর গড়ার পাশাপাশি দানের সওয়াবও মিলবে।”
নগরবাসীকে উদ্বুদ্ধ করার পাশাপাশি ‘টিম খোরশেদ’-এর পক্ষ থেকে দোকানিদের মাঝে গার্বেজ ব্যাগ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শওকত খন্দকার, নাজমুল কবীর নাহিদ, জুয়েল রানা, সুমন ভূঁইয়া, মো. মুসা, ওসমান গনি, রানা মুন্সী, মো. মিঠু, কাওসার জুলহাস, জামাল হোসেন, নুরুল্লাহ খন্দকার, মাসুম খন্দকার, মাসুদ আহমেদ, রাজীব হোসেন, মহিউদ্দিনসহ অর্ধশতাধিক নেতাকর্মী।