সাংবাদিকদের সাথে মুফতি মনির কাসেমীর মতবিনিময়

নারায়ণগঞ্জের সাংবাদিকদের সাথে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে জোটের প্রার্থী হয়ে মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসেন কাসেমী এক মতবিনিময় সভা করেছেন। সোমবার (১৩ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ শহরের ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মনির কাসেমী বলেন, ফতুল্লার উন্নয়নে বরাদ্দকৃত ১.৫ কোটি টাকা এখনও ব্যবহার হয়নি। যদি সরকারি বরাদ্দ ঠিকমত খরচ হয়, তা ফতুল্লার উন্নয়নের জন্য যথেষ্ট।
ডিবি হারুনের হাসপাতালে ফুল দেওয়ার ঘটনার প্রসঙ্গে তিনি জানান, তিনি অসুস্থ হয়ে ২৪ ঘণ্টার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে ডিবি হারুন হঠাৎ উপস্থিত হয়ে ছবি তুলেছেন, যা নিয়ে ভিন্ন প্রোপাগান্ডা সৃষ্টি হয়েছে।
মনির কাসেমী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমি বর্তমানে যেমন আছি, নির্বাচিত হলে তেমনই থাকব। একমাত্র যেকোনো জোট থেকেই নির্বাচন করবো, সরাসরি শুধু জমিয়তে উলামায়ে ইসলাম থেকে নয়।”
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।