০৮ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৮, ৮ ডিসেম্বর ২০২৫

বাসদের সাইনবোর্ড মুছে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

বাসদের সাইনবোর্ড মুছে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয়ের সাইনবোর্ড কালি দিয়ে মুছে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

সোমবার (৮ ডিসেম্বর) বাসদ ফতুল্লা থানা কমিটির আহ্বায়ক এম.এ মিল্টন ও সদস্য সচিব এস.এম কাদির এক যৌথ বিবৃতিতে জানান, রবিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা অফিসে হামলার উদ্দেশ্যে এ নিন্দনীয় কাজ করেছে। এর আগে গত ২৬ নভেম্বর সন্ধ্যায় অফিস তালাবদ্ধ অবস্থায় আগুন লেগেছিল।

নেতৃবৃন্দ জানান, বাসদ দীর্ঘদিন ধরে এলাকার জনজীবনের সমস্যা সমাধানে আন্দোলন চালিয়ে আসছে এবং সরকারের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন পরিচালনা করছে। তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী চক্র অসৎ উদ্দেশ্যে ধারাবাহিকভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

বিবৃতিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, “ঘটনাগুলো পরিকল্পিত এবং উদ্বেগজনক। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”

সর্বশেষ

জনপ্রিয়