০৮ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৩, ৮ ডিসেম্বর ২০২৫

বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাসুদুজ্জামানের

বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাসুদুজ্জামানের

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “আমি নির্যাতিত না, আপনারাই নির্যাতিত। আমি পিছনে কাজ করেছি, রাজপথে ছিলাম না; কিন্তু দলের বাইরে কখনোই ছিলাম না। আপনাদের কষ্ট থাকতে পারে, তবে আমি আপনাদের বাইরের নই। আপনাদের দুঃখ–কষ্ট থাকলে বলবেন, আমরা একসঙ্গে কাজ করবো। দল আমাদের সবার।”

তিনি আরও বলেন, “দলে বিভেদ থাকলে আমাদের প্রত্যাশিত চাওয়া চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আসুন, সবাই ঐক্যবদ্ধ থাকি। কারও দুঃখ–কষ্ট থাকলে আমাদের বলবেন। যোগ্য প্রার্থী বিবেচনায় বিএনপি মনোনয়ন দিয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার আগে দেশকে দেখেছেন, তারপর দলকে দেখেছেন—দলের স্বার্থে কাকে সামনে নিলে দল এগোবে, কার অবদান বেশি—এগুলো বিবেচনায় মনোনয়ন দেওয়া হয়েছে।”

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সভা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন মাসুদুজ্জামান মাসুদ।

বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্ব এবং বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, মহানগর বিএনপির সদস্য হাজী ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়